তেল সংকটের অবসান: রাস লানুফ ও সিদরা’র নিয়ন্ত্রণ নিল ত্রিপোলি

তেল সংকটের অবসান: রাস লানুফ ও সিদরা’র নিয়ন্ত্রণ নিল ত্রিপোলি

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী
রাস লানুফ তেল টার্মিনাল
লিবিয়ার পূর্বাঞ্চলীয় দু’টি প্রধান তেল টার্মিনালের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে দেশটির সরকার। গত বছর রাস লানুফ ও সিদরা তেল টার্মিনাল দখল করে নিয়েছিল গেরিলারা।

ত্রিপোলি বলছে, গেরিলাদের সঙ্গে এক সমঝোতার ফলে তেল টার্মিনালগুলোর নিয়ন্ত্রণ নেয়ার ফলে লিবিয়ার তেল সংকটের সমাধান হয়েছে। গেরিলারা আরো বেশি আঞ্চলিক স্বায়ত্বশাসনের দাবিতে মূলত চারটি তেল টার্মিনাল দখল করে নিয়েছিল। গত এপ্রিলে অন্য দু’টি টার্মিনালের দায়িত্ব সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল। তেল টার্মিনালের মালিকানা নিয়ে সরকার ও বিদ্রোহীদের মধ্যে এ টানাপড়েনের কারণে গত এক বছর ধরে লিবিয়ার তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

লিবিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল-সানি গেরিলা নেতা ইব্রাহিম জাসরানের সঙ্গে এক যৗথ সংবাদ সম্মেলনে তেল টার্মিনাল হস্তান্তর সংক্রান্ত চুক্তির কথা ঘোষণা করেন। জাসরান বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় আস্থা বাড়ানোর লক্ষ্যে তারা রাস লানুফ ও সিদরার নিয়ন্ত্রণ হস্তান্তর করেছেন।

এ দু’টি তেল টার্মিনাল প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করতে পারে। তবে কারিগরি সমস্যার কারণে এখনই পুরো মাত্রায় তেল রপ্তানি করা যাবে না বলে মনে করা হচ্ছে। গেরিলাদের হাতে চারটি তেল টার্মিনালের নিয়ন্ত্রণ চলে যাওয়ার আগে লিবিয়া প্রতিদিন গড়ে ১৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করত।

২০১১ সালের অক্টোবরে সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে রয়েছে। গেরিলারা দেশটির পূর্বাঞ্চলীয় বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। এ নিয়ে একের পর এক সরকার পরিবর্তন হলেও গেরিলাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন