ইরাকে উপজাতিদের রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত সাধারণ ক্ষমা
ইরাকে উপজাতিদের রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত সাধারণ ক্ষমা
ইরাকে উপজাতিদের রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত সাধারণ ক্ষমা
ইরাকে রাষ্ট্রবিরোধী তৎপরতায় লিপ্ত উপজাতীয়দের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নুরি আল-মালেকি।
মধ্যপ্রাচ্যের এ দেশটিতে যখন সহিংসতা বাড়ছে তখন টেলিভিশন ভাষণে তিনি এ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ঘোষণায় মালেকি বলেন, ইরাকে রাষ্ট্রবিরোধী তৎপরতার লিপ্ত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। এ ঘোষণার মাধ্যমে তাদের শুভ চেতনা ফিরে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
অবশ্য যারা ইরাকি জনগণ এবং নিরাপত্তা বাহিনীর রক্তপাতের সঙ্গে জড়িত তারা এ সাধারণ ক্ষমার আওতায় আসবে না বলে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন