তালেবানের আত্মঘাতী বোমা হামলার কেন্দ্র ধ্বংস
তালেবানের আত্মঘাতী বোমা হামলার কেন্দ্র ধ্বংস
পাক সামরিক বাহিনীর হামলায় তালেবানের প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চলমান সেনা অভিযানে তালেবানদের একটি আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে উগ্রবাদী এ গোষ্ঠীর একটি মিডিয়া সেন্টারও ধ্বংস করেছে পাক সেনারা।
উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে গত ১৫ জুন থেকে তালেবান-বিরোধী অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী। অভিযানের ১৫তম দিনে সামরিক বাহিনীর স্থল অভিযান শুরু হয়।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া টুইটার বার্তায় জানিয়েছেন, আজকের (বৃহস্পতিবার) অভিযানের সময় তিনটি বোমা তৈরির কারখানা, একটি আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি গণমাধ্যম স্থাপনা ধ্বংস করা হয়েছে। এছাড়া, চারটি ল্যাপটপ, কিছু চরমপন্থি প্রচারপত্র ও রকেটের গুপ্তভান্ডার উদ্ধার করা হয়। নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার ক্ষমতায় আসার পর তালেবানদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেয়া সত্ত্বেও তা সফল হয় নি। নানা সন্ত্রাসী তৎপরতার পর শেষ পর্যন্ত তালেবান-বিরোধী অভিযান চালাতে বাধ্য হয় সরকার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন