ইরাক সীমান্তে ‘আইএসআইএল’ ঠেকাতে সৌদি সেনা মোতায়েন
ইরাক সীমান্তে ‘আইএসআইএল’ ঠেকাতে সৌদি সেনা মোতায়েন
ইরাক সীমান্তে ৩০ হাজার সেনা মোতায়েন করেছে সৌদি আরব। তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট-আইএসআইএল’র সম্ভাব্য হামলার আশঙ্কায় এসব সেনা মোতায়েন করা হয়েছে। আইএসআইএল গোষ্ঠীকে সৌদি আরবের সমর্থনপুষ্ট বলে মনে করা হয়।
ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি এর আগে বলেছেন, ইরাকের চলমান সহিংসতার পেছনে সৌদি আরব রয়েছে। কিন্তু সীমান্ত উন্মুক্ত থাকলে আইএলআইএল সৌদি আরবের জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে রিয়াদ।
সৌদি আরবের আল-আরাবিয়া টিভি চ্যানেল আজ (বৃহস্পতিবার) জানিয়েছে, সৌদি সীমান্ত থেকে ইরাকি সেনা প্রত্যাহারের পর সেখানে ৩০ হাজার সেনা মোতায়েন করেছে রিয়াদ। প্রায় আটশ’ কিলোমিটার সীমান্তে এখন আর কোনো ইরাকি সেনা নেই বলে আল-আরাবিয়া টিভি চ্যানেল জানিয়েছে। এসব সেনাকে প্রত্যাহার করে কারবালা শহরের পূর্বাঞ্চলীয় একটি মরুভূমিতে সমবেত করা হয়েছে বলে টিভির খবরে উল্লেখ করা হয়েছে। সৌদি রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ সন্ত্রাসীদের মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
গত ১০ জুন আইএসআইএল’র সন্ত্রাসীরা মসুল শহর দখলের পর থেকে বিভিন্ন স্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অনেক সুন্নি আলেমও বলেছেন, আইএসআইএল হচ্ছে আমেরিকা তথা পাশ্চাত্যের হাতিয়ার। তাদের মতে, ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচারের উপাদান তৈরি করতেই তাদেরকে ব্যবহার করা হচ্ছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন