স্নোডেনের রাশিয়ায় আশ্রয়ের মেয়াদ আরো এক বছর বাড়ানোর আবেদন
স্নোডেনের রাশিয়ায় আশ্রয়ের মেয়াদ আরো এক বছর বাড়ানোর আবেদন
সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রাশিয়ায় আরো এক বছর আশ্রয়ের মেয়াদ বাড়াতে রুশ সরকারের প্রতি আবেদন করেছেন। দেশটিতে আশ্রয়ের মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে আনুষ্ঠানিক এ আবেদনপত্র ফেডারেল মাইগ্রেশন সার্ভিসের কাছে জমা দিয়েছেন তিনি। আবেদন গৃহীত হলে ৩১ বছরের স্নোডেন আরো এক বছর রাশিয়ায় থাকার অনুমোদন পাবেন।
স্নোডেনের ফাঁস করে দেয়া ১৭ লাখ অতিগোপন দলিলপত্র থেকে জানা গেছে, প্রিজম কর্মসূচির আওতায় ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইয়াহু, ইউটিউব এবং অ্যাপলসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সংস্থার সার্ভার থেকে তথ্য হাতিয়ে নিয়েছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসআই) এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তার এ তথ্য বিশ্বব্যাপী মার্কিন বিরোধী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
অবশ্য মার্কিন এ গোপন তথ্য ফাঁস হওয়ার আগেই ২০১৩ সালের মে মাসে গোপনে হংকং এবং ২৩ জুন রাশিয়া যান স্লোডেন। পরে দেশটিতে সাময়িক আশ্রয় গ্রহণ করেন তিনি। তবে, ২০১৩ সালের ২০ থেকে ৩১ মে পর্যন্ত তিনি কোথায় ছিলেন তা জানা যায় নি।
গত মে মাসে স্নোডেন বলেছিলেন, তিনি আমেরিকায় ফিরতে ইচ্ছুক কিন্তু আশ্রয়ের মেয়াদ ফুরিয়ে গেলে রাশিয়া থেকে যাওয়ার আবেদন করবেন। এ ছাড়া, গত মাসে ব্রাজিলের একটি চ্যানেলকে তিনি বলেছেন, ব্রাজিলসহ কয়েকটি দেশে আশ্রয় চাইবেন তিনি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন