কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় ৮ সামরিক অফিসার নিহত
কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় ৮ সামরিক অফিসার নিহত
তালেবান হামলার পর ঘটনাস্থল কর্ডন করে রেখেছে সেনারা
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানদের আত্মঘাতী বোমা হামলায় সামরিক বাহিনীর আটজন অফিসার নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বিমান বাহিনীর একটি বাসে তালেবানরা হামলা চালায়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জহির আযিমি এ খবর নিশ্চিত করেছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
গত ১৪ জুন আফগানিস্তানে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে রাজধানী কাবুল মোটামুটি শান্ত ছিল। তবে এই হামলার মাঝ দিয়ে আবার অশান্ত হয়ে উঠলো বলে মনে করা হচ্ছে।
এদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি জানিয়ছেন, হামলায় পাঁচ সামরিক নাগরিকও আহত হয়েছে।
টুইটারে দেয়া বার্তায় তালেবানরা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন