তালেবানকে পাকিস্তানের বেশিরভাগ মানুষ অপছন্দ করে
তালেবানকে পাকিস্তানের বেশিরভাগ মানুষ অপছন্দ করে
তালেবানকে অপছন্দ করে বেশিরভাগ পাকিস্তানি
পাকিস্তানের ৬৬ ভাগ মানুষ উগ্রবাদকে ভয় পায় এবং তালেবান গোষ্ঠীকে অপছন্দ করে। এছাড়া, তারা মনে করে ধর্মীয় উগ্রবাদ হচ্ছে দেশের জন্য সবচেয়ে বড় হুমকি।
আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের করা নতুন জরিপ থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। তাদের এ জরিপে দেখানো হয়েছে- দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে দফায় গৃহযুদ্ধ, সহিংসতা এবং আত্মঘাতী বোমা হামলার কারণে মুসলিম জনগণের মধ্যে আতংক বেড়েছে।
পাকিস্তানের শতকরা ২৪ ভাগ মানুষ তাদের দেশের জন্য ধর্মীয় চরমপন্থাকে হুমকি বলে মনে করে না তবে যখন তালেবান প্রসঙ্গ তোলা হয়েছে তখন সেইসব মানুষ আবার এদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের প্রায় ৬০ ভাগ মানুষ তালেবানের বিপক্ষে; মাত্র আট ভাগ মানুষ তালেবানের পক্ষে কথা বলেছে। তবে, তালেবানদের সহিংস আচরণ ও আত্মঘাতী বোমা হামলার বিষয়ে প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মধ্যপ্রাচ্যে উগ্রবাদ বেড়ে যাওয়ায় লেবানন, তিউনিশিয়া, জর্দান ও তুরস্কের জনগণের মধ্যেও ভীতি কাজ করছে। তারা বলছে, এক বছর আগেও এমন অবস্থা ছিল না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন