শিয়া মুসলিম নিপীড়নের বিরুদ্ধে সৌদি আরবকে ইরানি আলেমের হুঁশিয়ারি
শিয়া মুসলিম নিপীড়নের বিরুদ্ধে সৌদি আরবকে ইরানি আলেমের হুঁশিয়ারি
আয়াতুল্লাহ মাকারেম শিরাজি
শিয়া মুসলিম নিপীড়নের বিরুদ্ধে সৌদি আরবকে সতর্ক করে দিয়েছেন ইরানের শীর্ষ পর্যায়ের আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। তিনি বলেছেন, শিয়া মুসলমানদের ওপর নিপীড়ন অব্যাহত থাকলে তার পরিণতি ভোগ করতে হবে রাজতান্ত্রিক সৌদি আরবকে।
আয়াতুল্লাহ শিরাজি বলেন, “আমরা সৌদি কর্মকর্তাদেরকে সতর্ক করছি যে, এ ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ড বিশ্বের সব শিয়া মুসলমানকে আঘাত করবে এবং যার পরিণতি হতে পারে মারাত্মক।”
সৌদি আরবের শিয়া নেতা শেইখ নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়ার পর আয়াতুল্লাহ মাকারেম শিরাজি এ হুঁশিয়ারি দিলেন। এছাড়া, সম্প্রতি সৌদি সরকার কয়েকজন শিয়া মুসলমানকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
এ সম্পর্কে মাকারেম শিরাজি বলেন, “সৌদি আরবের আল-আশা ও কাতিফে শিয়া মুসলমানদের ওপর চরম নির্যাতন চলছে বলে আমরা ভয়ংকর সব খবর পাচ্ছি।”
তিনি স্পষ্ট করে বলেন, শেইখ নিমরের মৃত্যুদণ্ড শিয়া আলেম সমাজ ও বিশ্বে তার অনুসারিরা কোনোভাবেই সহ্য করবে না।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন