ইরান ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে ইরাক:লুকমান ফাইলি
ইরান ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে ইরাক:লুকমান ফাইলি
ওয়াশিংটনে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত লুকমান ফাইলি
আমেরিকা যদি তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে দেরি করে তাহলে ইরাক প্রতিবেশি ইরান, সিরিয়া এবং রাশিয়ার দিকে ঝুঁকে পড়বে। ওয়াশিংটনে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত লুকমান ফাইলি এ কথা বলেছেন।
ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি আরো বলেছেন, “কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র হুমকি মোকাবেলার জন্য ইরাক যে সহায়তা পাবে তাই নিতে বাধ্য হবে। বর্তমান সময় আমাদের অনুকূলে নয়। এ অবস্থায় দেরি করলেই তাতে লাভবান হবে সন্ত্রাসীরা।”
বেশ কিছু দিন ধরে আমেরিকার কাছ থেকে ইরাক এফ-১৬ জঙ্গিবিমান ও অ্যাপাচি হেলিকপ্টার কেনার চেষ্টা করছে। এ বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে বাগদাদের চুক্তিও হয়েছে কিন্তু নানা তালবাহানায় ইরাককে এসব সরঞ্জাম সরবরাহ করতে দেরি করছে আমেরিকা। এ অবস্থায় তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলার জন্য ইরাক সরকার গত সপ্তাহে রাশিয়া থেকে ১২টি জঙ্গিবিমান কিনেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন