বিজেপির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি; মার্কিন দূতকে তলব
বিজেপির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি; মার্কিন দূতকে তলব
এনএসএ'র দপ্তর থেকে চালানো হয় গুপ্তচরবৃত্তি
ভারতীয় জনতা পার্টি বা বিজেপি’র বিরুদ্ধে মার্কিন গুপ্তচরবৃত্তির প্রতিবাদ জানিয়েছে নয়া দিল্লি। ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
ভারতের কর্মকর্তারা মার্কিন কূটনীতিককে বলেছেন, তাদের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে মার্কিন গুপ্তচরবৃত্তি অগ্রহণযোগ্য। তারা চান এ ধরনের ঘটনার পুণরাবৃত্তি না ঘটুক।
বর্তমানে ভারতের দূতাবাসে নিযুক্ত আছেন একজন অন্তবর্তী রাষ্ট্রদূত। তার নাম ক্যাথলিন স্টিফেন্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকেই ডেকে পাঠানো হয়েছিল কিনা সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।
ভারতে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি’র বিরুদ্ধে ২০১০ সালে আমেরিকা গুপ্তচরবৃত্তি চালিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর নয়া দিল্লি এ বিষয়ে কড়া প্রতিবাদ জানাল। ২০১০ সালে বিজেপি ভারতের প্রধান বিরোধী দলের ভূমিকায় ছিল। এর আগেও গত বছরের জুলাই ও নভেম্বরে মার্কিন গুপ্তচরবৃত্তির প্রতিবাদ জানিয়েছিল নয়া দিল্লি। সে সময় নিউ ইয়র্কে ভারতের জাতিসংঘ মিশনে এবং ওয়াশিংটনে দেশটির দূতাবাসে গুপ্তচরবৃত্তির খবর ফাঁস করে দিয়েছিল সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।
ভারত সরকার এ বিষয়ে ব্যাখ্যা চাইলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো জবাব দেয়নি ওয়াশিংটন। আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারত সফরে আসবেন বলে কথা রয়েছে। কেরির সফরের সময় এ বিষয়ে আলোচনা হবে কিনা তা জানা যায়নি।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন