শ্রীলংকায় মুসলমানদের সম্ভাব্য গণ কবর খোঁড়ার সময় বাড়ালেন বিচারক
শ্রীলংকায় মুসলমানদের সম্ভাব্য গণ কবর খোঁড়ার সময় বাড়ালেন বিচারক
শ্রীলঙ্কার মুসলমান (ফাইল ছবি)
শ্রীলংকার উত্তরাঞ্চলে জাতিগত সহিংসতায় নিহত মুসলমানদের সম্ভাব্য গণকবর খোঁড়ার তারিখ পিছিয়ে দিয়েছেন একজন ম্যাজিস্ট্রট। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজ (মঙ্গলবার) জানিয়েছেন, এ কাজের জন্য তাদের আরো প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
আজ শ্রীলংকার উপকূলীয় কালাভানচিকুদি জেলায় সাগর তীরে মুসলমানদের গণ কবর খননের কাজ শুরুর কথা ছিল। তবে, স্থানীয় এক ব্যক্তি আদালতে এক আবেদনে জানিয়েছেন, ওই স্থানে ২৪ বছর আগে সংঘটিত মুসলিম বিদ্বেষী দাঙ্গায় নিহত ১০০ জন মুসলমানের গণ কবর রয়েছে।
ম্যাজিস্ট্রেট আজ স্থানটি পরিদর্শন করে পুলিশের অনুরোধে খনন কাজ ১৮ আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। পুলিশ দাবি করছে, ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য পেতে তাদের আরো সময় প্রয়োজন। আদালতের একজন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ সময় চাওয়ায় ম্যাজিস্ট্রেট গণ কবর খননের কাজ স্থগিত করেন।
সংখ্যাগরিষ্ঠ সিংহলী ও তামিলদের ৩৭ বছরব্যাপী জাতিগত সংঘাত ২০০৯ সালে শেষ হয়। সংখ্যাগরিষ্ঠ সিংহলি বৌদ্ধ নাগরিক ও সংখ্যালঘু তামিল হিন্দুদের মধ্যে এ যুদ্ধ হয়। তামিলরা উত্তরাঞ্চলে তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠায় কয়েক যুগ লড়াই করেছে। শ্রীলঙ্কার শতকরা ১০ ভাগ নাগরিক মুসলমান। সিংহলি ও তামিলদের যুদ্ধে মুসলমানদের কোনো ভূমিকা না থাকলেও তারা দেশটির উত্তরাঞ্চলে তামিল বিদ্রোহীদের একতরফা নৃশংসতার শিকার হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন