গাজায় চলছে ইসরাইলি বিমান হামলা
গাজায় চলছে ইসরাইলি বিমান হামলা
পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদি ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছে।
ফিলিস্তিনের নিরাপত্তা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালে তল্লাশির অজুহাতে ১৮ বছর বয়সী কিশোর ইউসুফ আবু জাঘেরকে হত্যা করে বর্বর ইসরাইলি সেনারা।
আল-খলিল শহরের কাছে ইসরাইলি তিন কিশোরের মৃতদেহ উদ্ধারের পর গাজা উপত্যকা ও পশ্চিম তীরে যখন ইসরাইলি হামলা চলছে তখন ওই ফিলিস্তিনি কিশোরকে হত্যার খবর এল।
গত ১২ জুন পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে তিন ইসরাইলি কিশোর নিখোঁজ হয়। গতকাল হালহুল এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় ফিলিস্তিনিদের দায়ী করে সম্প্রতি ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় বিমান ও কামানের হামলা বাড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে গাজার অন্তত ৩০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
এদিকে, তিন ইসরাইলি কিশোরকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে হামাস। ফিলিস্তিনের এই ইসলামী প্রতিরোধ আন্দোলন বলেছে, হামাস ও ফাতাহ যে সংহতি চুক্তি করেছে তা নষ্ট করতে চাইছে ইহুদিবাদী ইসরাইল।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলি তিন কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে কোনো হামলা হলে তার দাঁতভাঙ্গা প্রতিশোধ নেয়া হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন