মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিস্ফোরণ

মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিস্ফোরণ

মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিস্ফোরণ

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান, মোতা, মোতা বিবাহ, সেগা করা,দায়েশ, তাকফিরি, তালেবান, ওহাবী
ইত্তিহাদিয়া প্রেসিডেন্ট প্রাসাদ
মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একাধিক বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও অপর কয়েকজন পুলিশ আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের একটি দল সন্ত্রাসীদের পেতে রাখা বোমা নিস্ক্রিয় করতে গেলে এসব বিস্ফোরণ ঘটে।

প্রেসিডেন্ট প্রাসাদের কাছে দু’টি বোমা বিস্ফোরিত হয়েছে বলে প্রথমে পুলিশ জানায়। পুলিশ দাবি করেছিল, প্রথম বোমা বিস্ফোরণে তিন পরিচ্ছন্ন কর্মী আহত এবং দ্বিতীয় বিস্ফোরণে পুলিশের একজন কর্নেল নিহত ও অপর তিন পুলিশ আহত হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, একই এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে একজন লে. কর্নেল নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

একটি সরকার বিরোধী গোষ্ঠী পূর্ব কায়রোয় অবস্থিত ইত্তিহাদিয়া প্রাসাদের কাছে একাধিক বোমা পেতে রাখার ঘোষণা দেয়ার কয়েকদিনের মধ্যে এসব বোমা বিস্ফোরিত হলো। ওই গোষ্ঠীটি দাবি করেছিল, তারা বোমা পেতে রাখলেও বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য তার বিস্ফোরণ ঘটায় নি। তবে দৃশ্যত আজ সেসব বোমা নিস্ক্রিয় করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হলো।

এ ছাড়া, মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এমন সময় এসব বিস্ফোরণ ঘটল যখন দেশটি সেনা অভ্যুত্থানের প্রথম বার্ষিকী থেকে মাত্র কয়েকদিন দূরে রয়েছে। গত বছর ৩ জুলাই জেনারেল সিসি’র নেতৃত্বাধীন সেনাবাহিনী মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। গত এক বছরের নানা ঘটনার পর সেই জেনারেল সিসি বর্তমানে মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আজকের বিস্ফোরণের সময় জেনারেল সিসি প্রেসিডেন্ট প্রাসাদে ছিলেন কিনা তা জানা যায় নি।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন