ইরাকে সেনা অভিযানে আইএসআইএল সন্ত্রাসীদের আরো বিপর্যয়
ইরাকে সেনা অভিযানে আইএসআইএল সন্ত্রাসীদের আরো বিপর্যয়
বিজয়ের পর ইরাকের সেনাবাহিনী (ফাইল ফটো)
ইরাকের সামরিক বাহিনীর অভিযানের মুখে আরো বিপর্যয়ের শিকার হয়েছে কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল।
আজ (সোমবার) সালাহউদ্দিন প্রদেশের আওজা গ্রামে সেনা অভিযানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে। গ্রামটি তিকরিত শহরের কাছে এবং এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে।
এদিকে, তিকরিত শহরের আশপাশে আইএসআইএল সন্ত্রাসীদের আস্তানায় হেলিকপ্টার থেকে বোমা বর্ষণ করেছে ইরাকের সামরিক বাহিনী। এছাড়া, আনবার প্রদেশের আকলাভি জেলায় ইরাকি সেনাদের অভিযানে প্রায় ১৪০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ইরাকি সেনাদের অভিযান চলছে দিয়ালা প্রদেশেও। সেখানে গতকাল সরকারি সেনারা দেলি আব্বাস শহর মুক্ত করতে সক্ষম হয়েছে।
উত্তর ইরাকের বিভিন্ন শহরে আইএসআইএল সন্ত্রাসীদের হামলার মুখে খ্রিস্টানসহ বহু বেসামরিক মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালানোর পর সেনাবাহিনীর অভিযান শুরু হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন