আমেরিকার টিভি পুরস্কার অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্রে হামলা
আমেরিকার টিভি পুরস্কার অনুষ্ঠান ও বিনোদন কেন্দ্রে হামলা
আমেরিকায় গোলাগুলিতে নিহত ২
আমেরিকার লস অ্যাঞ্জেলেস ও মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে গোলাগুলির ঘটনায় অন্তত ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
লস অ্যাঞ্জেলেস শহরে ব্ল্যাক ইন্টারটেইনমেন্ট টেলিভিশন অ্যাওয়ার্ডস শো’ শুরুর আগে এক পার্টিতে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল (রোববার) এক বন্দুকধারী একটি রেস্টুরেন্টভর্তি লোকজনের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিতে আহত ব্যক্তিদের হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করে ডাক্তার। বাকিদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার সঙ্গে কোনো অপরাধী চক্রের যোগসাজশ রয়েছে কিনা তা নিশ্চিত করতে পারে নি পুলিশ।
এদিকে, বাল্টিমোর শহরের এজউড এলাকার একটি বিনোদন কেন্দ্রে অন্য এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও দু জন আহত হয়। বন্দুকধারী ব্যক্তি যে তিনজনকে গুলি করেছে তাদের সবার বয়স ২০ বছরের মধ্যে। আহত দু জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে রোববার গুলিতে নয়জন হতাহত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন