২ মার্কিন পর্যটকের উত্তর কোরিয়ার বিরূদ্ধে ষড়যন্ত্রের অপরাধ স্বীকার
২ মার্কিন পর্যটকের উত্তর কোরিয়ার বিরূদ্ধে ষড়যন্ত্রের অপরাধ স্বীকার
জেফরি ফোউল
উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের দায়ে দুই মার্কিন পর্যটকের বিচার করবে দেশটির আদালত। যে দুই মার্কিন নাগরিকের বিচার করা হবে, তাদের নাম হচ্ছে ম্যাথু মিলার ও জেফরি ফোউল। ম্যাথু মিলারকে গত এপ্রিলে এবং জেফরি ফোউলকে চলতি মাসের শুরুতে আটক করা হয়েছে। দেশটির বার্তা সংস্থা ‘কেসিএনএ’ এসব তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি আরও বলেছে, “দুই মার্কিন পর্যটকের শত্রুতামূলক কাজের বিষয়টি এখন প্রমাণিত। তাদের বিদ্বেষমূলক তৎপরতার বিষয়ে আমাদের কাছে প্রমাণ আছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।”
এ ছাড়া, ২০১২ সালের নভেম্বর থেকে উত্তর কোরিয়ায় আটক রয়েছেন আমেরিকার খ্রিস্টান ধর্ম প্রচারক কেনেথ বায়ে। খ্রিস্টধর্ম প্রচারের পাশাপাশি উত্তর কোরিয়ার সরকার পতনের প্রচেষ্টার অভিযোগে দেশটির একটি আদালত বায়েকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ে বায়ে'কে 'জঙ্গি ধর্মযাজক' বলে উল্লেখ করা হয়েছে।
মার্কিন সরকার এ পর্যন্ত বায়ে'কে মুক্ত করার জন্য কয়েকবার উদ্যোগ নিলেও তা সফল হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে অপরাধ করে আটক হওয়া মার্কিন নাগরিকদের সাধারণত প্রভাব খাটিয়ে মুক্ত করে নিয়ে যায় ওয়াশিংটন। কিন্তু মার্কিন বিরোধী দেশগুলোতে অনেক সময় সে প্রভাব কাজে আসে না।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন