রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: ১৯ যাত্রীদের ভাগ্য অনিশ্চিত
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত: ১৯ যাত্রীদের ভাগ্য অনিশ্চিত
একটি এমআই-৮ হেলিকপ্টার (ফাইল ছবি)
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুরমানাস্ক অঞ্চলে ১৯ জন আরোহীসহ একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ১৪ যাত্রী ও পাঁচজন ক্রু ছিল। যাত্রীদের মধ্যে আঞ্চলিক সহকারী গভর্নরসহ বিভিন্ন পদের কর্মকর্তারা রয়েছেন।
এ দুর্ঘটনায় দু’জন প্রাণে রক্ষা রয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ দু’জনকে স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তবে দুর্ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছের শহরটি ৮০ কিলোমিটার দূরে হওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বাকি ১৭ জন আরোহীর ভাগ্যে কী ঘটেছে এবং কীভাবে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছে তা জানা যায় নি।
এদিকে আরেকটি সূত্র ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় মুনোজেরো শহরের কাছে তেরস্কি জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং দুর্ঘটনার সময় এতে ১৮ জন যাত্রী ছিল। বেসামরিক ব্যবস্থাপনায় পরিচালিত হেলিকপ্টারটিতে বিভিন্ন স্থান থেকে যাত্রী নামানো-ওঠানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন