আব্দুল্লাহর দাবি: আফগানিস্তানের নির্বাচনে ২৫ লাখ জাল ভোট পড়েছে
আব্দুল্লাহর দাবি: আফগানিস্তানের নির্বাচনে ২৫ লাখ জাল ভোট পড়েছে
আব্দুল্লাহ আব্দুল্লাহ
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনে ২৫ লাখ জাল ভোট পড়েছে। দেশটির বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে এক বৈঠকে তিনি শনিবার এ অভিযোগ করেছেন। আব্দুল্লাহ বলেন, “প্রথম পর্যায়ের নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হওয়া সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছিলাম এবং আশা করেছিলাম দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে আর অনিয়ম হবে না। কিন্তু দুঃখজনকভাবে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে আরও বেশি কারচুপি হয়েছে।”
খুব শিগগিররই ভোট কারচুপির বিষয়ে আরও তথ্য-প্রমাণ ফাঁস করা হবে বলে তিনি ঘোষণা করেছেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, জনগণের রায় ও দেশের আইনের ভিত্তিতে যাতে ক্ষমতা হস্তান্তরিত হয়, সে জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন।
গত ১৪ জুন আফগানিস্তানে দ্বিতীয় পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ের প্রেসিডেন্ট নির্বাচনে আব্দুল্লাহ আব্দুল্লাহ সবচেয়ে বেশি ভোট পেলে কোনো প্রার্থীই শতকরা ৫০ ভাগের বেশি ভোট পান নি। এ কারণে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহ ও আশরাফ গনির মধ্যে একজনকে বেছে নেয়ার জন্য দ্বিতীয় পর্যায়ের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগণনা চলছে। এ নির্বাচনে আশরাফ গনি এগিয়ে আছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন