রুশপন্থি স্বাধীনতাকামীরা ওএসসিই’র বাকি পর্যবেক্ষকদের মুক্তি দিল
রুশপন্থি স্বাধীনতাকামীরা ওএসসিই’র বাকি পর্যবেক্ষকদের মুক্তি দিল
ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থি স্বাধীনতাকামীরা ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা পরিষদ বা ওএসসিই’র বাকি চার পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে। এক মাসেরও বেশি সময় আগে এ আট জনকে লুগানেস্ক থেকে আটক করা হলেও চলতি মাসের ২৬ তারিখে চার পর্যবেক্ষককে মুক্তি দেয়া হয়েছিল।
রুশ নিউজ চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ওএসসিই’র প্রতিনিধির সঙ্গে তিন পুরুষ এবং একজন নারী করমর্দন করছেন ও তারা দোনেতস্কের একটি হোটলে ঢুকছেন। মুক্তিপ্রাপ্ত সবার স্বাস্থ্য ভাল আছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।
স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আলেকজান্ডার বোরোদাই বলেছেন, ওএসসিই’র পর্যবেক্ষকদের মুক্তি দেয়ার মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সব ব্যক্তিকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।
সরকার ও রুশপন্থিদের মধ্যে যখন একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তখন এ সব পর্যবেক্ষককে মুক্তি দেয়া হলো। গত শুক্রবার এ যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন দিন বাড়ানো হয়েছে। চলতি মাসের ২০ তারিখ থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরইমধ্যে সহিংসতার নানা ঘটনা ঘটেছে। চলতি মাসের ২৪ তারিখে দোনেতস্ক অঞ্চলে গুলি করে ইউক্রেনের একটি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় নয় আরোহীর সবাই নিহত হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন