ইহুদিবাদী ইসরাইল গাজায় সর্বাত্মক আগ্রাসনের প্রস্তুতি নিয়েছে
ইহুদিবাদী ইসরাইল গাজায় সর্বাত্মক আগ্রাসনের প্রস্তুতি নিয়েছে
ইহুদিবাদী ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় সর্বাত্মক আগ্রাসনের প্রস্তুতি নিয়েছে। বিশ্বের দৃষ্টি যখন ইরাক ও সিরিয়ায় তাকফিরি হত্যাকাণ্ড এবং বর্বরতার দিকে নিবদ্ধ তখন এ প্রস্তুতি নিচ্ছে তেল আবিব।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র বলেছে, গাজা ডিভিশনের সঙ্গে যোগ দেয়ার লক্ষ্যে প্রস্তুত থাকার জন্য ইসরাইলি সাঁজোয়া বিগ্রেডগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনীও মোতায়েন করেছে বাড়তি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
২০০৭ সাল থেকে গাজাকে অবরোধ করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল। এ সত্ত্বেও ২০০৯ সালে গাজার বিরুদ্ধে ২২ দিনের যুদ্ধে লজ্জাকর পরাজয় বরণ করেছিল ইহুদিবাদী ইসরাইল। এর আগে, ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে নজিরবিহীন পরাজয় বরণ করে ইসরাইল।
নতুন কমেন্ট যুক্ত করুন