ইরাকে রুশ জঙ্গি বিমান
ইরাকে রুশ জঙ্গি বিমান
ইরাক বলেছে, রাশিয়ার জঙ্গি বিমানের প্রথম চালান দেশটিতে পৌঁছেছে। এ চালানে কয়টি বিমান ছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি।
ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, পাঁচটি সেকেন্ড হ্যান্ড সুখই বিমান কয়েক দিনের মধ্যেই শত্রুর বিরুদ্ধে ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। অবশ্য রুশ সংবাদ সংস্থাগুলো বলেছে, ১০টি বিমান এরইমধ্যে ইরাকে অবতরণ করেছে। এদিকে আরো বিমান আসছে বলেও একই সঙ্গে জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা।
মার্কিন জঙ্গি বিমান পেতে অনেক দেরি হবে- এটা নিশ্চিত হওয়ার পর ইরাক সরকার রাশিয়া ও বেলারুশ থেকে কয়েকটি ‘সেকেন্ড হ্যান্ড’ জঙ্গি বিমান কিনেছে।
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, জঙ্গি বিমানগুলো ইরাকে পৌঁছালে আইএসআইএলের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আরও গতি আসবে। এ ছাড়া, আমেরিকার সঙ্গে জঙ্গি বিমান কেনার চুক্তি করে ইরাক প্রতারিত হয়েছে বলেও উল্লেখ করেন মালিকি।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন