রাসমুসেন: ইউক্রেনের প্রতিরক্ষা খাতে নতুন তহবিল দেবে ন্যাটো
রাসমুসেন: ইউক্রেনের প্রতিরক্ষা খাতে নতুন তহবিল দেবে ন্যাটো
ইউক্রেনের প্রতিরক্ষা খাতে নতুন তহবিল যোগানোর ঘোষণা দিচ্ছেন আন্দ্রেজ ফগ রাসমুসেন
ইউক্রেনের প্রতিরক্ষা খাতের জন্য নতুন তহবিলের বিষয়টি অনুমোদন করেছে ন্যাটো। ন্যাটোর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে শক্তিশালী করার কাজে এ অর্থ ব্যয় হবে।
একে ‘আস্থা তহবিল’ নামে অভিহিত করা হয়েছে এবং এ খাতে কি পরিমাণ অর্থের বরাদ্দ দেয়া হবে তা এখনো জানানো হয় নি। অবশ্য ন্যাটোর বরাদ্দ অর্থ ইউক্রেনের প্রতিরক্ষা খাতের যোগাযোগ, কমান্ড ও কন্ট্রোল খাতে ব্যবহারের পাশাপাশি দেশটির সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যয় করা হবে। বুধবার ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো কিলিমকিনের সঙ্গে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর অর্থ বরাদ্দের ঘোষণা দেয়া হয়।
এ ছাড়া, এ বৈঠকে সদস্য দেশগুলোকে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহায়তা দেয়া প্রসঙ্গে ন্যাটোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
ইউক্রেন সংকটের জের ধরে রাশিয়ার কথিত হুমকির ভয় দেখিয়ে মধ্য ও পূর্ব ইউরোপে সেনা মোতায়েনের পক্ষে যুক্তি খাড়া করছে ন্যাটো । ন্যাটোর এ নীতির কঠোর সমালোচনা করেছে রাশিয়া।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন