পাকিস্তানের মুলতানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ২ পাইলট নিহত
পাকিস্তানের মুলতানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ২ পাইলট নিহত
পাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত (ফাইল ফটো)
পাকিস্তানের মুলতানে প্রশিক্ষণ মিশনে অংশ নেয়ার সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, “মুলতানে রাত্রিকালীন প্রশিক্ষণ নেয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।” আইএসপিআর জানিয়েছে, নিহত দুই পাইলট হচ্ছেন মেজর ইয়াসির এবং ক্যাপ্টেন মুরতাজা।
পাকিস্তানের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, হেলিকপ্টারটি ওড়ার সময় সামরিক ঘাঁটি এলাকায় মারাত্মক ধূলিঝড় আঘাত হানে এবং এ কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।
কি ধরনের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আইএসপিআর কিংবা শীর্ষ পর্যায়ের এ সামরিক কর্মকর্তা জানান নি তবে পাক বাহিনীতে আমেরিকা ও রাশিয়ায় তৈরি হেলিকপ্টার রয়েছে।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ও আফগান সীমান্তবর্তী এলাকায় যখন তালেবান-বিরোধী সেনা অভিযান চলছে তখন এ দুর্ঘটনা ঘটলো।
সত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন