ইরান ও বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে
ইরান ও বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে
ইরানের উপ-অর্থমন্ত্রী বেহরুজ আলীশিরি
অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে একটি বিশেষ কমিটি গঠনে সম্মত হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও বাংলাদেশ।
ইরানের উপ-অর্থমন্ত্রী বেহরুজ আলীশিরি’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। আলীশিরি বলেছেন, সৌদি আরবের জেদ্দায় ইসলামি উন্নয়ন ব্যাংক- আইডিবি’র ওয়ার্কিং গ্রুপের বৈঠকের অবকাশে বাংলাদেশ ও ইরানের প্রতিনিধিদল বুধবার এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে অর্থনৈতিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
ইরানের উপ-অর্থমন্ত্রী বলেন, শুল্ক ও আয়কর খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতাপত্র তৈরি করবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। তিনি জানান, বাংলাদেশের একটি বাণিজ্যিক প্রতিনিধিদলকে ইরান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে তেহরানে অনুষ্ঠেয় ডিএইটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলনের আগে বাংলাদেশি প্রতিনিধিদলের সফর অনুষ্ঠিত হবে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন