ইরান ও ৬ জাতিগোষ্ঠী টানা ১৪ দিন ধরে আলোচনা করবে

ইরান ও ৬ জাতিগোষ্ঠী টানা ১৪ দিন ধরে আলোচনা করবে

ইরান ও ৬ জাতিগোষ্ঠী টানা ১৪ দিন ধরে আলোচনা করবে

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান,
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে টানা ১৪ দিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছয় জাতিগোষ্ঠী ও ইরান। এ খবর জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন।

তিনি দু’পক্ষের মধ্যে সর্বসাম্প্রতিক বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী ওই বৈঠকে গঠনমূলক সহযোগিতা চালিয়ে যেতে নিজ নিজ প্রস্তুতির কথা ঘোষণা করেছে। গত ১৬ থেকে ২০ জুন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওই বৈঠকে অনুষ্ঠিত হয়।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সংকট সমাধানের লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনা করতে ছয় জাতিগোষ্ঠী গঠিত হয়েছে। জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন এ গোষ্ঠীর সদস্য।

ভিতালি চুরকিন বলেন, আগামী ২ জুলাই ভিয়েনায় পরবর্তী বৈঠক শুরু হবে এবং তা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পাশ্চাত্যের সঙ্গে ইরানের আলোচনায় জড়িত অন্য পক্ষগুলিও এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, তাদের পরবর্তী বৈঠক টানা দু’সপ্তাহ ধরে অনুষ্ঠিত হবে।

গত বছরের নভেম্বরে দু’পক্ষ ছয় মাসের যে অন্তর্বর্তী চুক্তি করেছে তাকে স্থায়ী রূপ দেয়ার চেষ্টা করছে পাশ্চাত্য ও ইরান। গত ২০ জানুয়ারি সাময়িক চুক্তিটি বাস্তবায়ন শুরু হয়েছে এবং আগামী ২০ জুলাই এর মেয়াদ শেষ হবে। ওই তারিখের আগেই চুক্তিটিকে স্থায়ী করতে যে দু’পক্ষের প্রচণ্ড সদিচ্ছা রয়েছে তা এই ম্যারাথন আলোচনার ঘোষণায় প্রমাণিত হয়। গত কয়েক বছরে ছয় জাতিগোষ্ঠী ও ইরান বহুবার আলোচনায় বসলেও এত দীর্ঘ সময় ধরে এই প্রথম আলোচনা হতে যাচ্ছে।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন