হামাস ইসরাইলি হামলার জবাব দিতে সক্ষম
হামাস ইসরাইলি হামলার জবাব দিতে সক্ষম
হামাস নেতা মাহমুদ আজ-জাহার
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা মাহমুদ আজ-জাহার বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকায় হামলা চালায় তাহলে তার যথাযথ জবাব দিতে সক্ষম তার সংগঠন।
হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেই বলেন- গাজায় ইসরাইলের যেকোনো হামলার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হামাস।
গাজা উপত্যকায় গত মঙ্গলবার একই দিন সাত বার বিমান হামলা চালানোর পর মাহমুদ আজ-জাহার এ কথা বললেন।
এদিকে, গাজায় গতকাল এক সমাবেশে ফিলিস্তিনি লেজিসলেটিভ কাউন্সিল বা পিএলসি’র উপ প্রধান আহমাদ বাহর ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
গত ১২ জুন পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে তিন কিশোরের কথিত অপহরণের পর ইসরাইলি সেনারা ফিলিস্তিনের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত শিশু-কিশোরসহ কয়েকশ’ ফিলিস্তিনিকে আটক করেছে। এছাড়া বিমান হামলা চালিয়েছে কয়েকবার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন