‘বোকো হারাম’ নাইজেরিয়ায়: আবারও নারী অপহরণ করল
‘বোকো হারাম’ নাইজেরিয়ায়: আবারও নারী অপহরণ করল
অপহৃত নারীদের একাংশ (ফাইল ফটো)
নাইজেরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘বোকো হারামে’র পক্ষ থেকে নারী অপহরণের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সম্প্রতি বোকো হারাম আবারও দেশটির উত্তর-পূর্বাঞ্চলের তিনটি গ্রামে হামলা চালিয়ে ৯১ জনকে অপহরণ করেছে। এর মধ্যে ৬০ জনের বেশি নারী রয়েছে।
আজ (বুধবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম এক সংবাদ সম্মেলনে বলেছেন, বোকো হারামের অমানবিক তৎপরতা গোটা বিশ্বের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি অপহৃত নারীদের উদ্ধারে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “ আমরা আবারও বলছি সন্ত্রাসবাদ কোনো সীমা-পরিসীমা মানে না এবং এখনই তা মোকাবেলা করা না হলে বিশ্বের সব দেশেই তা ছড়িয়ে পড়বে।"
গত ১৪ এপ্রিল তাকফিরি সন্ত্রাসীরা বোরনোর চিবোক শহরের একটি হাই স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে ধরে নিয়ে যায়। ওই অপহরণের ঘটনা বিশ্বব্যাপী ব্যাপক নিন্দা ও ক্ষোভ সৃষ্টি করে। অপহৃত ৫৭ ছাত্রী পরে পালিয়ে আসতে পারলেও এখনো ২১৯ ছাত্রী নিখোঁজ রয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন