ইরাক সীমান্তে সন্ত্রাসীদের হামলায় ৩ ইরানি পুলিশ নিহত
ইরাক সীমান্তে সন্ত্রাসীদের হামলায় ৩ ইরানি পুলিশ নিহত
ইরানের ইরাক সীমান্তবর্তী ‘সোলাস বাবাজানি’ শহরে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে তিন পুলিশ নিহত হয়েছে। ইরানের স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার হায়দারি আজ (বুধবার) বলেছেন- “গতরাতে কেরমানশাহ প্রদেশের ‘সোলাস বাবাজানি’ শহরে টহল দেয়ার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলার শিকার হন। নিহতদের মধ্যে সীমান্ত চেকপয়েন্টের কমান্ডার ও উপ-কমান্ডার রয়েছেন।”
তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘাতকদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এদিকে, ইরানের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত কোনো তাকফিরি গেরিলা ইরানে প্রবেশ করেনি। সীমান্ত এলাকায় তিন পুলিশ হত্যার সঙ্গেও তাকফিরিদের কোনো সম্পর্ক নেই।
গত ১০ জুন থেকে ইরাকে তাকফিরি গেরিলা গোষ্ঠী আইএসআইএল সন্ত্রাসী তৎপরতা বাড়িয়ে দিয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন