খ্রিস্টান জঙ্গিরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ১৭ মুসলমানকে হত্যা করেছে
খ্রিস্টান জঙ্গিরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ১৭ মুসলমানকে হত্যা করেছে
গত এক বছরে সহায় সম্বল হারিয়েছেন ১১ লাখেরও বেশি মুসলমান
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে উগ্র খ্রিস্টান জঙ্গিরা ১৭ জন মুসলমানকে নির্মমভাবে হত্যা করেছে। দেশটিতে মোতায়েন আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
তিনি বলেছেন, উগ্র খ্রিস্টান গোষ্ঠী ‘এন্টি বালাকা’র একদল অস্ত্রধারী সোমবার ১৭ জন মুসলমানকে হত্যা করেছে। নিহতদের বেশিরভাগ সংখ্যালঘু ‘ফুলানি’ গোত্রের অধিবাসী। হতভাগ্যদের কুপিয়ে হত্যা করার পর তাদের লাশ আগুনে পুড়িয়েছে বর্বর খ্রিস্টানরা। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বামবারি শহরে এ পৈশাচিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
আফ্রিকার ওই শান্তিরক্ষী জানান, মুসলমান অধ্যুষিত শহরটিতে এ হত্যাকাণ্ডের পর উত্তেজিত মুসলমানরা খ্রিস্টানদের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর ফলে অন্তত ৬,০০০ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে কাছাকাছি একটি গির্জায় আশ্রয় নিয়েছে।
রাজধানী বাঙ্গুই দখলকারী এন্টি বালাকা গোষ্ঠী অবশ্য দাবি করেছে, বাম্বারি শহরে সোমবারের হামলার সঙ্গে তারা জড়িত নয়; বরং তাদের একটি দলছুট গোষ্ঠী নিজ দায়িত্ব ওই হত্যাকাণ্ড চালিয়েছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত এক বছর ধরে উগ্র খিস্টানদের মুসলিম বিরোধী দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত এবং প্রায় ১১ লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন