আইএসআইএল ঠেকাতে পদক্ষেপ নেয় নি সিআইএ
আইএসআইএল ঠেকাতে পদক্ষেপ নেয় নি সিআইএ
ইরাকে কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র তাকফিরি সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা করার প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে অনেক আগেই আমেরিকা ও ব্রিটেনকে হুশিয়ার করে দেয়া হয়েছিল কিন্তু তারা এ বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেনি। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফে পদস্থ এক কুর্দি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে।
কুর্দি এ কর্মকর্তা আরো বলেছেন, ইরাকের স্থিতিশীলতার জন্য আইএসআইএল’র তাকফিরি সন্ত্রাসীরা হুমকি হয়ে উঠছে সে কথা তারা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্সের কাছে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু কুর্দি গোয়েন্দাদের এ সংক্রান্ত প্রতিবেদন সিআইএ বা এমআই সিক্স গুরুত্বের সঙ্গে নেয় নি বা সময় মত যথাযথ পদক্ষেপও গ্রহণ করে নি বলে জানান তিনি ।
আইএসআইএল’র পশ্চিমা দেশের নাগরিকরা যোগ দিচ্ছে সে কথাও জানান হয়েছিল বলে রুজ বাহজাত নামের এ কর্মকর্তা জানান। তিনি বলেন, আইএসআইএল-এ অন্তত ৪ হাজার বিদেশি সন্ত্রাসী রয়েছে এবং এদের মধ্যে চার থেকে সাড়ে চারশ’ রয়েছে ব্রিটিশ নাগরিক।
তিনি বলেন, মসুলে হামলার আগে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের বার্থপাটির সঙ্গে আইএসআইএল’র জোট গঠনের বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে যায়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন