ইসরাইলের হুমকি: সিরিয়ায় আরো হামলা হতে পারে
ইসরাইলের হুমকি: সিরিয়ায় আরো হামলা হতে পারে
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইহুদিবাদি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, সিরিয়ায় আরো হামলা হতে পারে। সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলা ও গোলা বর্ষণের পর তিনি এ হুমকি দিলেন।
নেতানিয়াহু বলেন, যদি সিরিয়া এই হামলার কোনো রকমের জবাব দেয় তাহলে আরো শক্ত হামলা হবে। গতকাল (সোমবার) সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইল এ হামলা চালায়।
উগ্রবাদি লিকুদ দলের সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি কোনো রকম রাকঢাক না করেই স্বীকার করেছেন, ইসরাইলি বাহিনী সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে। প্রয়োজন হলে বাড়তি হামলা করা হবে বলেও তিনি হুমকি দিয়েছেন। তিনি বলেন, “যারা আমাদের ওপর হামলা চালাবে কিংবা হামলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা শক্তি প্রয়োগ করব।”
ইসরাইলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সিরিয়ার নয়টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা হয়েছে। এসব হামলায় মারা গেছে সিরিয়ার ১০ সেনা। ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার দু টি ট্যাংক ও দু টি আর্টিলারি ব্যাটারি ধ্বংস হয়েছে এবং ৯০তম ব্রিগেডের হেডকোয়ার্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়া এ হামলার নিন্দা করেছে এবং সীমানা লংঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে দু টি চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন