ইরাকি পররাষ্ট্রমন্ত্রী: বাইজি’ শোধনাগার এখনও আমাদের নিয়ন্ত্রণে
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী: বাইজি’ শোধনাগার এখনও আমাদের নিয়ন্ত্রণে
বাইজি তেল শোধনাগার
ইরাকের সর্ববৃহৎ ‘বাইজি’ তেল শোধনাগারটি এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ার জিবারি। তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল বাইজি তেল শোধনাগারটি দখল করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এ তথ্য দিলেন।
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ার জিবারি ‘আল জাজিরা’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাইজি তেল শোধনাগারটি গেরিলা দখল করেছে বলে যে খবর বেরিয়েছে তা সত্য নয় এবং এখনও ইরাকি সেনাবাহিনীই তা নিয়ন্ত্রণ রয়েছে।
গত ১০ দিন ধরে তাকফিরি গেরিলারা মাঝে মধ্যেই বাইজি শোধনাগারে হামলা চালাচ্ছে। দেশটির এক তৃতীয়াংশ তেল উৎপাদিত হয় ওই শোধনাগারে।
এর আগে কোনো কোনো মিডিয়া দাবি করেছে-গেরিলারা তেল শোধনাগারের কয়েকটি তেল ভাণ্ডার ধ্বংস করে দিয়েছে। আবার কোনো কোনো সূত্র বলছে- এখনও শোধনাগার এলাকায় সংঘর্ষ চলছে। এরইমধ্যে ইরাকি সেনারা গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। এর ফলে অন্তত ১৯ গেরিলা নিহত হয়েছে বলে খবর এসেছে।
বাইজি তেল শোধনাগারটি রাজধানী বাগদাদ থেকে ২১০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সম্প্রতি মসুল শহরটি দখল করার পর বাইজি তেল শোধনাগারটি ঘেরাও করে আইএসআইএল’র সন্ত্রাসীরা। হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ শোধনাগারের কাজ বন্ধ করে দেয় এবং সেখানকার বিদেশি কর্মীদের সরিয়ে নেয়।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন