পোল্যান্ড আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিছুই পায়নি
পোল্যান্ড আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিছুই পায়নি
র্যা ডিস্লো সিকোরস্কি
আমেরিকার সঙ্গে পোল্যান্ডের সম্পর্ককে অর্থহীন বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী র্যা ডিস্লো সিকোরস্কি। পোল্যান্ডের সাবেক অর্থমন্ত্রী এবং ক্ষমতাসীন সিভিক প্লাটফর্মের সংসদ সদস্য জ্যাক রোস্তোস্কি’র সঙ্গে ব্যক্তিগত আলোচনার সময় এ কথা বলেছেন সিরোরস্কি।
ব্যক্তিগত এ আলোচনার বিষয়টি ফাঁস করে দিয়েছে দেশটির দ্যা প্রোস্ট নামের সংবাদ সাময়িকী। চলতি বছরের গোড়ার দিকে এ আলোচনা হয়েছে এবং এ আলোচনার টেপ আছে তাদের কাছে আছে বলে দাবি করেছে দ্যা প্রোস্ট। এ টেপের ভিত্তিতে সিকোরস্কির বক্তব্যের লিখিত বিবরণী প্রকাশ করেছে পোল্যান্ডের সংবাদ সাময়িকীটি।
এতে দেখা যায় সিকোরস্কি বলছেন, পোল্যান্ড-মার্কিন মিত্রতা একবারেই অর্থহীন। আমেরিকার সঙ্গে এ মিত্রতা পোল্যান্ডের জন্য সরাসরি ক্ষতিকর হয়ে দেখা দিয়েছে। এ সম্পর্কের কারণে পোল্যান্ডের নিরাপত্তা নিয়ে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে এবং পোল্যান্ড নিজেকে যে নিরাপদ ভাবছে তা আদৌ ধোপে টেকে না। তিনি আরো বলেন, এ সম্পর্কের কারণে জার্মানি ও রাশিয়ার সঙ্গে পোল্যান্ডের টানাপড়েন বাড়ছে। আমেরিকাকে পোল্যান্ড ব্যাপক মজা দিয়েছে কিন্তু বিনিময়ে ওয়ারশ’ পুরোপুরি হেরে গেছে এবং কিছুই পায় নি।
অনানুষ্ঠানিক এ দীর্ঘ আলোচনার সংক্ষিপ্ত অনুলিপি প্রকাশ করেছে দ্যা প্রোস্ট। পোল্যান্ড সরকারের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ আলোচনার অন্যত্র পররাষ্ট্রমন্ত্রী হয়ত অন্য কিছুও বলেছেন তাই সংক্ষিপ্ত লিখিত অংশ দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না
সূত্র্ঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন