পাকিস্থানে তাহিরুল কাদরির দেশে ফেরাকে কেন্দ্র করে সংঘর্ষ

পাকিস্থানে তাহিরুল কাদরির দেশে ফেরাকে কেন্দ্র করে সংঘর্ষ

hussain, mohammad, imam mahdi, সিফফিন, জামালের যুদ্ধ, নারওয়ানের যুদ্ধ, খলিফা, খেলাফত, ইমামত, আলী, সিদ্দীক, ফারুক, মোর্তযা, বদর, ওহদ, খন্দক, খায়বার, বণী Shia, Sunni, Islam, Quran, Karbala, najaf, kufa, mashad, samera, madina, makka, jannatul baqi, kazmain, ali, Fatima, hasan, সাকিফা, বণী সায়াদা, সাহাবী, হিজবুল্লাহ, ইসরাইল, ড্রোন, বিমান, হাসান নাসরুল্লাহ , লেবানন, ইরান,  চীন, মালয়েশিয়া,  স্যাটেলাইট, কুয়ালালামপুর, বেইজিং, ভিয়েতনাম, মার্কিন, গোয়েন্দা, ইরাক, সিরিয়া, মিশর, আল কায়েদা, তাকফিরী, ইখওয়ানুল মুসলেমিন, বাংলাদেশ, ভারত, জিহাদ, ফিলিস্তিন, ইহুদি, গাজা, শহীদ, জিহাদ, ক্ষেপণাস্ত্র, দূতাবাস, সৌদি আরব , কুয়েত, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, ভিয়েনা, পরমাণু, বাহারাইন, আফগানিস্থান, থাইল্যান্ড, হজরত ফাতিমা, মার্জিয়া, সিদ্দিকা, মোহাদ্দেসা, বাতুল, উম্মে আবিহা, যাহরা, মুবারেকা, যাকিয়া, তাহেরা, রাযিয়া, জিহাদুন নিকাহ, পোপ, পাদ্রি, বাইতুল মোকাদ্দাস, ওহাবী, সালাফি, মুফতি, ড্রোন, পাকিস্থান, এজিদ, মাবিয়া, আবু সুফিয়ান, আলী আকবর, হুসাইন, শাবান, আমল, শবে বরাত, রমজান, দায়েশ, তাকফিরী, তালেবান,
লাহোরে অবতরণের পর বিমানে বসেই সেলফোনে কথা বলছেন কাদরি (টিভি ফুটেজ থেকে তোলা ছবি)
কানাডা প্রবাসী পাকিস্তানের আওয়ামী তেহরিক পার্টির প্রধান তাহিরুল কাদরির দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে তার সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাকিস্তানের নির্বাচিত সরকারের বিরুদ্ধে কথিত ‘বিপ্লবের’ নেতৃত্ব দেয়ার লক্ষ্যে দেশে ফিরছেন বলে এর আগে ঘোষণা করেছিলেন তিনি।

কঠোর নিরাপত্তা উপেক্ষা করে গতরাতে তাহিরুল কাদরির প্রচুর সমর্থকসহ অনেকেই বিমানবন্দরে ঢুকে পড়ে। বিক্ষোভকারীরা আজ (সোমবার) এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। সংঘর্ষে একজন ওসিসহ ৫১ জন পুলিশ এবং তাহিরুল কাদরির সমর্থকদের অনেকে আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে।

এদিকে, কাদরিকে বহনকারী বিমানকে ইসলামাবাদে নামতে দেয়া হয় নি। এর পরিবর্তে বিমানটিকে লাহোর বিমানবন্দরে নামার নির্দেশ দেয়া হয়। যাত্রীদের পাশাপাশি বিমানের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানের গতিপথ বদলে দেয়া হয়েছে বলে পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন।

লাহোর বিমানবন্দরে অবতরণের পর প্রথমে বিমান থেকে নামতে অস্বীকার করেছিলেন তাহিরুল কাদরি। পরে পাকিস্তান মুসলিম লিগ কায়েদ (পিএমএল-কিউ) নেতা চৌধুরী পারভেজ এলাহির গাড়িতে করে তিনি জিন্নাহ হাসপাতালে যাবেন বলে ঘোষণা করেন। সংঘর্ষে আহত তার সমর্থকদের অনেককেই এ হাসপাতাল ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বা পাঞ্জাব প্রদেশের গভর্নর শাহবাজ শরীফের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে এরই মধ্যে ঘোষণা করেছেন তিনি।

পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের আমলে দেশটির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তাহিরুল কাদরি। ২০১৩ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের চার মাস আগে অবস্থান ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন তাহিরুল কাদরি। সংসদ ভেঙে দিয়ে দেশটির সেনাবাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে ইসলামাবাদে চারদিনের বেশি এ অবস্থান ধর্মঘট চলে।

দাবি না মানা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে বলে ঘোষণা করা সত্ত্বেও তৎকালীন মন্ত্রীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। এরপর দেশটিতে যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হলে ক্ষমতাসীন পিপলস পার্টি হেরে যায় এবং বিপুলভোটে বিজয় লাভ করে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ।
সূত্রঃ রেডিও তেহরান

 

নতুন কমেন্ট যুক্ত করুন