আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষায় সফলতার দাবি!
আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষায় সফলতার দাবি!
আমেরিকার একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই প্রথমবারের মতো কল্পিত শত্রুর ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করতে পেরেছে। মার্কিন সূত্র থেকে জানানো হয়েছে, বোয়িং কোম্পানির ব্যবস্থাপনায় পরিচালিত এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ২০০৮ থেকে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।
রোববার প্রথমবারের মতো এ ব্যবস্থা কল্পিত শত্রুর পক্ষ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে সফলভাবে আঘাত হানতে পেরেছে বলে সূত্রটি দাবি করেছে।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এটিই আমেরিকার একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এ পরীক্ষার মাধ্যমে বোয়িং পরিচালিত ভূমি-ভিত্তিক 'মিডকোর্স ডিফেন্স সিস্টেম' নামের এ ব্যবস্থার উপযোগিতা নিশ্চিত করা গেছে বলে সূত্রটি দাবি করেছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের কথিত হুমকি মোকাবেলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের প্রশাসন ২০০৪ সালে তড়িঘড়ি এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছিল। এ পর্যন্ত আট দফা এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে পরীক্ষা চালানো হয়েছে। তবে তার মধ্যে পাঁচবারই কল্পিত শত্রুর ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এ ব্যবস্থা।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন