ইসরাইলি বিমান হামলায় ১০ সিরিয় সেনা নিহত
ইসরাইলি বিমান হামলায় ১০ সিরিয় সেনা নিহত
ইসরাইলি জঙ্গি বিমান (ফাইল ফটো)
দখলদার ইসরাইলের বিমান হামলায় অন্ততঃ ১০ সিরিয় সেনা নিহত হয়েছে। গোলান মালভূমিতে সিরিয়ার সেনা অবস্থানে এ হামলা চালানো হয়। ব্রিটেন ভিত্তিক কথিত ‘সিরিয়ান অবজারভটরি ফর হিউম্যান রাইটস’-এর পক্ষ থেকেও এ খবর নিশ্চিত করা হয়েছে।
জঙ্গি বিমানের পাশাপাশি ট্যাঙ্কের সাহায্যেও হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয় সরকারি স্থাপনা লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব দাবি করেছে-গোলান মালভূমিতে বসতি স্থাপনকারী এক ইহুদির হত্যার বদলা নিতেই সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। তেল আবিবের দাবি- সিরিয়া থেকে ছোড়া মর্টারের আঘাতে ওই ইহুদিবাদী প্রাণ হারিয়েছে।
১৯৬০’র দশক থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরাইল। সিরিয়ার সরকারবিরোধী গেরিলাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দিচ্ছে ইসরাইল এবং আহত গেরিলাদেরকে গোলান মালভূমিতে এনে চিকিৎসা সেবাও দিয়েছে তারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ সব সময় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আর এ কারণেই ইসরাইল ও তার মিত্ররা বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করতে আইএসআইএলসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আসাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।
সূত্রঃ তেহরান রেডিও
নতুন কমেন্ট যুক্ত করুন