ইসরাইলি বাহিনীর ধরপাকড় অভিযানে ৩৭ ফিলিস্তিনি আটক
ইসরাইলি বাহিনীর ধরপাকড় অভিযানে ৩৭ ফিলিস্তিনি আটক
পশ্চিম তীর থেকে এক ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে যাচ্ছে ইহুদিবাদী বাহিনী
অবৈধ বসতি স্থাপনকারী তিন ইহুদি কিশোর নিখোঁজের জের ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী গণগ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে। আজ (সোমবার) তারা আরো ৩৭ ফিলিস্তিনিকে আটক করেছে।
ইসরাইলি বাহিনী গতরাতের অভিযানে হেবরনের উত্তর-পশ্চিমাঞ্চল, বেইত আওয়া এবং জেনিন থেকে ৩৭ ফিলিস্তিনিকে আটক করে। এ সময় তারা ৮০টি বাড়িতে অভিযান চালায়। এক ইসরাইলি সেনা মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, ইসরাইলি বাহিনী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মালিকানাধীন সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে।
গত ১২ জুন অধিকৃত পশ্চিম তীর থেকে অবৈধ বসতি স্থাপনকারী তিন ইহুদি কিশোর নিখোঁজ হয়। এর পর থেকেই ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান শুরু করে।
অবৈধ বসতি স্থাপনকারী তিন ইহুদি কিশোর নিখোঁজের জের ধরে এ পর্যন্ত চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং হামাস সদস্য ও আইনপ্রণেতাসহ ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
গত শনিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গণগ্রেফতার এবং তাদের স্বাধীন চলাফেরার উপর বাধা সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ইসরাইল তিন ইহুদি কিশোর নিখোঁজের ঘটনায় হামাসকে দায়ী করেছে। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে। ইসরাইল এমন সময় তিন ইহুদি কিশোরকে খুঁজে পাচ্ছে না যখন নিজের গোয়েন্দা বাহিনীকে বিশ্বের শ্রেষ্ঠ বাহিনী বলে দাবি করে তেল আবিব।
হামাস জানিয়েছে, সম্প্রতি ফিলিস্তিনে হামাস এবং ফাতাহ মিলে যে ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করেছে তা বানচাল করতেই ইহুদিবাদী ইসরাইল কিশোর নিখোঁজের নাটক সাজিয়েছে। ফিলিস্তিনে ঐক্যমত্যের সরকার গঠনকে ভালোভাবে নেয় নি তেল আবিব এবং মার্কিন সরকার।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন