ইরাকে আইএসআইএল’র ৪০ সন্ত্রাসী নিহত
ইরাকে আইএসআইএল’র ৪০ সন্ত্রাসী নিহত
ইরাকে তৎপর আইএসআইএল সন্ত্রাসী (ফাইল ফটো)
ইরাকের সামরিক বাহিনীর বিমান হামলায় তিকরিত শহরে কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, একদল সন্ত্রাসীকে লক্ষ্য করে আজ (রোববার) ইরাকি জঙ্গিবিমান থেকে এ হামলা চালানো হয়। বাগদাদের উত্তরে অবস্থিত তিকরিত শহর এবং এটা হচ্ছে সালাহউদ্দিন প্রদেশের রাজধানী।
সম্প্রতি আইএসআইএল ইরাকের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে। তবে, ইরাকের নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় কিছু এলাকা মুক্ত হয়েছে এবং তাল-আফার শহরের কাছে এক সংঘর্ষে আইএসআইএল’র এক শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের দখল নেয়ার পর দেশটির প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে জনগণকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানান। এ পর্যন্ত প্রায় দু লাখ ইরাকি যুদ্ধের জন্য নাম লিখিয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন