ইরাকের বৃহত্তম তেল শোধনাগারে হামলা
ইরাকের বৃহত্তম তেল শোধনাগারে হামলা
২০০৯ সালে তোলা তেল শোধনাগারটির দৃশ্য
ইরাকের বৃহত্তম তেল শোধনাগারে হামলা করেছে তথাকথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’ সন্ত্রাসীরা।
রাজধানী বাগদাদ থেকে ২১০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি তেল শোধনাগারে মর্টার এবং মেশিনগানের সাহায্যে হামলা চালানো হয়। মসুলের নিয়ন্ত্রণ দখল করার পর গত সপ্তাহে এ তেল শোধনাগার ঘেরাও করে আইএসআইএল’ সন্ত্রাসীরা। সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ শোধনাগারের কাজ বন্ধ করে দেয় এবং সেখানকার বিদেশি কর্মীদের সরিয়ে নেয়।
শোধনাগারের ঢোকার প্রধান দুইটি প্রবেশ দ্বারের একটিতে সর্বশেষ হামলা করা হয়েছে। এদিকে শোধনাগারের খুচরা যন্ত্রাংশের গুদামে মর্টার আঘাত হানার পর সেখান থেকে ঘন কালো ধোয়া বের হতে দেখা গেছে।
ইরাকের বৃহত্তম এ তেল শোধনাগারের দৈনিক উৎপাদন ক্ষমতা তিন লাখ ব্যারেল এবং দেশটির উত্তরাঞ্চলের বেশির ভাগ চাহিদার যোগান এখান থেকে দেয়া হয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন