আইএসআইএল সন্ত্রাসীরা ব্রিটেনে হামলা চালাতে পারে
আইএসআইএল সন্ত্রাসীরা ব্রিটেনে হামলা চালাতে পারে
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল সন্ত্রাসীরা ইংল্যান্ডে হামলা চালাতে পারে।
তিনি বলেছেন, আইএসআইএল সন্ত্রাসীদের মধ্যে ব্রিটিশ নাগরিক রয়েছে এবং এরা দেশে ফিরে ব্রিটেনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিতে পারে। ব্রিটিশ সংসদে ক্যামেরন আজ (বুধবার) এ কথা বলেছেন। আফগানিস্তান কিংবা পাকিস্তান থেকে ব্রিটিশ গেরিলাদের ফেরার চেয়ে ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত নাগরিকদের ফেরা অনেক বেশি ঝুঁকির বিষয় বলেও তিনি মন্তব্য করেন।
ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী, গত দু বছরে ব্রিটেন থেকে প্রায় ৪০০ নাগরিক সিরিয়া গেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এরমধ্যে এ পর্যন্ত মারা গেছে ২০ জন। ইউরোপের আরো কয়েকটি দেশ থেকে সন্ত্রাসীরা সিরিয়ায় গেছে।
সিরিয়া থেকে ইউরোপের গেরিলারা ফিরে গেলে মারাত্মক নিরাপত্তার অভাব তৈরি হতে পারে বলে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা যখন বার বার উদ্বেগ প্রকাশ করছেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজ দেশের সংসদে এসব কথা বললেন। ইউরোপের কর্মকর্তারা আশংকা করছেন, সিরিয়া থেকে ফিরে নিজ দেশের ভেতরে গেরিলারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সন্ত্রাসী হামলা চালাতে পারে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন