মার্কিন পর্যবেক্ষক দল: সিরিয়ার নির্বাচন ছিল বৈধ
মার্কিন পর্যবেক্ষক দল: সিরিয়ার নির্বাচন ছিল বৈধ
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে বৈধ বলে ঘোষণা করেছে মার্কিন পর্যবেক্ষক দল। একইসঙ্গে তারা এ নির্বাচনে সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছে।
মার্কিন এ পর্যবেক্ষক দল গত ৩ জুনের নির্বাচন পর্যবেক্ষণ করেছে। মার্কিন স্বাধীন পর্যবেক্ষক মিশন নামের এ দলের সদস্য পল লারুদি, জো লসবাকের, জুডি বেলো, স্কট উইলিয়ামস এবং জেন স্টিলওয়াটার গতকাল (বুধবার) নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার নির্বাচন নিয়ে এসব মন্তব্য করেন।
সিরিয়ার নির্বাচনে যে ৩২টি দেশ পার্যবেক্ষক পাঠিয়েছে তারই অংশ ছিল আমেরিকার এ পর্যবেক্ষক দল। তারা সিরিয়ার নির্বাচনকে অবাধ, স্বচ্ছ ও সফল বলে উল্লেখ করেন। তারা এ নির্বাচনকে সিরিয়ার জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন বলেও মন্তব্য করেন।
মার্কিন পর্যবেক্ষকরা আরো বলেন, সিরিয়ার নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার অংশ নিয়ে দেখিয়ে দিয়েছেন তারা শান্তি, গণতন্ত্র এবং নিজেদের শাসন চায়।
পর্যবেক্ষক দলের সদস্য পল লারুদি বলেন, “নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সন্দেহ নেই বরং এমনও দেখা গেছে যে, বিদেশে সিরিয়ার দূতাবাসে ভোটারদের ব্যাপক ভিড় ছিল কিংবা হাজার মাইল পথ পাড়ি দিয়ে অনেকে ভোট দেয়োর সুযোগ কাজে লাগিয়েছেন।” তিনি আরো বলেন, “এ নির্বাচনের মাঝদিয়ে জনগণ পরিষ্কার বার্তা দিয়েছে যে, তারা এই সরকারকে সমর্থন করে এবং আমরা তাদের বার্তা পেয়েছি।”
পর্যবেক্ষক দলের অন্যতম সদস্য জো লসবাকের বলেন, সিরিয়ার নির্বাচন আমেরিকা, ন্যাটো, ইহিুদিবাদী ইসরাইল ও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর জন্য পরাজয় এবং সিরিয়ার জনগণের বিজয়।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন