রুশপন্থিরা পোরোশেঙ্কোর যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল
রুশপন্থিরা পোরোশেঙ্কোর যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল
স্বঘোষিত গণপ্রজাতন্ত্র দোনেতস্কের নেতা ডেনিস পুশিন
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে একতরফা যুদ্ধবিরতির আদেশ দেয়া হবে বলে যে ঘোষণা দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে স্বঘোষিত গণপ্রজাতন্ত্র দোনেতস্কের নেতা ডেনিস পুশিন। তিনি বলেছেন, পোরোশেঙ্কোর প্রস্তাবকে কোনোভাবেই গঠনমুখী বলার অবকাশ নেই।
১০ সপ্তাহ আগে রুশপন্থি স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কিয়েভ সরকার।
একতরফা যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের সশস্ত্র রুশপন্থিদের আটকের চেষ্টা করা হবে বলে দাবি করেন ডেনিস পুশিন। তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা গুলি ছোঁড়া বন্ধ করবে, স্বাধীনতার দাবিতে লড়াইরত সশস্ত্র ব্যক্তিরা নিজেদের অস্ত্র সংবরণ করবে এবং তাদেরকে নিরস্ত্র অবস্থায় আটক করা হবে- এটাই হলো কিয়েভের যুক্তি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ফোনে আলোচনার পর একতরফা যুদ্ধবিরতির আদেশ দেয়া হবে বলে ঘোষণা করেছিলেন পেত্রো পোরোশেঙ্কো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন