উগ্রপন্থি জঙ্গি বাহিনী দায়েশের যুদ্ধাপরাধ
وَإِذَا الْمَوْؤُودَةُ سُئِلَتْ؛
যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে। (সূরা তাকভির, আয়াত নং ৮)
بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ؛
কি অপরাধে তাকে হত্য করা হল? (সূরা তাকভির, আয়াত নং ৯)
সিরিয়ায় উক্ত ছোট বালিকাটির চোখের সামনে তার বাবা মায়ের গলা কেটে ফেলে তাকফিরি জঙ্গ গোষ্ঠির লোকেরা।
দামেস্কের হারাসতা নামক এলাকায় একটি বেবী কেয়ারে উগ্রপন্থি জঙ্গিরা হামলা করে এবং এ হামলায় অনেক শিশু মারা যায় এবং অনেকে গুরুতরভাবে আহত হয়।
হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম হাশেমী সহ তার স্ব পরিবারকে জবাই করা হয়।
সিরিয়ায় বাচ্চাদের আহাজারী ও ক্রন্দনের ফাঁসী দেয়ার পূর্বেঃ
উগ্রপন্থি জঙ্গিরা বাচ্চাদের জবাই করার পূর্বে বাচ্চাদের আহাজারী ও ক্রন্দন। একটি বাচ্চা তাদের উদ্দেশ্যে করে বলে আমি খোদার কাছে তোমাদের সম্পর্কে অভিযোগ করব!!!
নতুন কমেন্ট যুক্ত করুন