ন্যাটোর মহড়া রাডার থেকে বিমান গায়েবের জন্য দায়ী নয়
ন্যাটোর মহড়া রাডার থেকে বিমান গায়েবের জন্য দায়ী নয়
ইউরোপের কোনো কোনো দেশের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় কয়েক ডজন যাত্রীবাহী বিমান হঠাৎ করে রাডার থেকে উধাও হওয়ায় ঘটনার সঙ্গে ন্যাটোর সামরিক মহড়ার কোনো সম্পর্ক নেই বলে সংস্থাটির এক কর্মকর্তা দাবি করেছেন।
৫ জুন দুই দফায় অল্প সময়ের জন্য অস্ট্রিয়া, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার আকাশে অভূতপূর্ব এ ঘটনাটি ঘটলেও প্রাথমিক খবরে কেবল অস্ট্রিয়ার কথাই ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল।
রাডার থেকে রহস্যজনকভাবে বিমান গায়েব হওয়ার জন্য অস্ট্রিয়ার মিডিয়া ন্যাটোকে দায়ী করে। রাডার বেতার তরঙ্গে ন্যাটোর বেআইনি অনুপ্রবেশের কারণে এ জাতীয় ঘটনা ঘটেছে বলে এ সংক্রান্ত খবরে বলা হয়েছে।
এদিকে, স্লোভাকিয়ার রাষ্ট্রীয় এয়ার ট্রাফিক সার্ভিস কোম্পানিও গত সপ্তাহে একই দাবি করে বলেছে, চলতি মাসের ৫ এবং ১০ তারিখে রাডার থেকে বিমান গায়েব হওয়ার ঘটনার জন্য বেতার যোগাযোগের ফ্রিকোয়েন্সিতে অনুপ্রবেশ করা সংক্রান্ত সামরিক মহড়া দায়ী।
ন্যাটো কর্মকর্তা দাবি করেছেন, জুনের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত চালানো মহড়ায় ন্যাটোর মিত্র দেশগুলো হাঙ্গেরিতে নিম্নমাত্রার এবং স্থানীয় পর্যায়ে জ্যাম করার বিষয়ে প্রশিক্ষণ চালিয়েছে। একই ধরণের মহড়া ৯ থেকে ২০ তারিখ পর্যন্ত চলছে দক্ষিণাঞ্চলীয় ইতালিতে। কিন্তু জুনের ৫ তারিখে জ্যাম করা সংক্রান্ত মহড়া চলেনি বলে দাবি করেন ন্যাটোর এ কর্মকর্তা। এ ছাড়া, ইউক্রেনের কাছাকাছি এলাকায় রাশিয়ার তৎপরতা নজরদারির জন্য অ্যাওয়াক্স বিমান টহল দিচ্ছে এবং এ কারণে রাডার জ্যামের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু ন্যাটো কর্মকর্তা এ কথাও নাকচ করে দিয়ে বলেছেন, জ্যাম করার ক্ষমতা অ্যাওয়াক্স বিমানের নেই।
ইউক্রেন সংকটের পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপে ন্যাটো বেশ কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন