হামাসকে ৩ ইসরাইলি অপহরণের জন্য দায়ী করলেন নেতানিয়াহু
হামাসকে ৩ ইসরাইলি অপহরণের জন্য দায়ী করলেন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের তিন তরুণ ও কিশোরকে অপহরণের জন্য ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছেন যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় ইসরাইল এরইমধ্যে ৮০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
হামাসের জড়িত থাকার অভিযোগ তুলে নেতানিয়াহু বলেন, “পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ এলাকা থেকে হামাস সদস্যদেরকে আটকের আগে গতকাল যা বলতে পারি নি আজ সকালে তা বলতে পারছি।” তিনি দাবি করেন, যারা আমাদের কিশোরদের অপহরণের মতো অন্যায় কাজ করেছে তারা হচ্ছে হামাসের সদস্য যাদের সঙ্গে মাহমুদ আব্বাস ঐক্য সরকার গঠন করেছে।
নেতানিয়াহুর এ বক্তব্যকে বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র আবু সামি জুহরি।
রামাল্লাহ থেকে ইরানের প্রেস টিভির প্রতিনিধি বলেছেন, হামাসকে দোষারোপ করলেও নেতানিয়াহু এ বিষয়ে কোনো বিস্তারিত কিছু বলতে পারেন নি। সে কারণে তার এ বক্তব্যকে হামাসের বিরুদ্ধে গঁৎবাধা বলে মনে করা হচ্ছে। হামাসের সঙ্গে মাহমুদ আব্বাসের ফাতাহ দলের ঐক্য সরকারকে ভেঙে দেয়ার ষড়যন্ত্র বলেও অনেকে মনে করছেন।
গত ১২ জুন পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে ইসরাইলে অভিবাসী তিন তরুণ-কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় গাজার সঙ্গে ইসরাইলের কারেম শালোম সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন