মহারাষ্ট্রে হিন্দু রাষ্ট্র সেনাকে নিষিদ্ধের চিন্তা
মহারাষ্ট্রে হিন্দু রাষ্ট্র সেনাকে নিষিদ্ধের চিন্তা
ধনঞ্জয় দেশাই- মহসিন শেখ
ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রাষ্ট্র সেনাকে নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে মহারাষ্ট্র সরকার। পুণে শহরে মুসলিম প্রযুক্তিবিদ মহসিন সাদিক শেখকে পিটিয়ে হত্যার পরই এই বিষয়ে চিন্তাভাবনা শুরু করে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল বলেছেন, ‘হিন্দু রাষ্ট্র সেনা ও সংগঠনের প্রধান ধনঞ্জয় দেশাইদের কর্মকাণ্ড সম্পর্কে পুলিশ অবগত। এই সংগঠন নিষিদ্ধ করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
হিন্দু রাষ্ট্র সেনা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ত্রাসের সৃষ্টি করছে বলেও জানান পাতিল।
মহারাষ্ট্র বিধানসভার সদস্য কপিল পাতিল প্রযুক্তিবিদ মহসিন শেখের হত্যা নিয়ে তৎপরতা দেখানোর পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় এরইমধ্যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধনঞ্জয় দেশাইয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। পুণের সমাজ সংস্কারক নরেন্দ্র দাভোলকরের হত্যার পেছনেও এই সংগঠনের হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
গত ১ জুন পুনে শহরে মহসিন সাদিক শেখ নামের মুসলিম প্রযুক্তিবিদকে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী পিটিয়ে হত্যা করে।
সাদিকের ভাই মোবিন শেখ দাবি করেন, ‘সেদিন এক দল মানুষ মিলে আমার ভাইয়ের ওপর আক্রমণ করে। তারা নির্দয়ভাবে তাকে হকিস্টিক, রড ও লাঠি দিয়ে পেটাতে থাকে।’ তিনি আরো বলেন, ‘আমার ভাইয়ের বন্ধুর ওপর তারা হামলা করেনি, কারণ তার দাড়ি ছিল না।’
উল্লেখ্য, ক্ষমতাসীন বিজেপির সঙ্গে শিবসেনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উগ্র হিন্দুত্ববাদী আরেক সংগঠন আরএসএস’র সক্রিয় প্রচারক ছিলেন।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন