ইরাকের মসুলে তাকফিরি কমান্ডার নিহত
ইরাকের মসুলে তাকফিরি কমান্ডার নিহত
ইরাকের মসুল শহরে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত কথিত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল’র এক কমান্ডার নিহত হয়েছে। ইরাকি বাহিনীর প্রতিরোধের মুখে তাকফিরিদের অগ্রাভিযান যখন প্রায় থেমে গেছে তখন এ ঘটনা ঘটল।
ইরাকের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নেইনাভা প্রদেশের রাজধানী মসুলে শনিবার নিজ গাড়ির ওপর চালানো এক হামলায় আইএসআইএল’র কমান্ডার আবু ওমর আস-ইসাইলি নিহত হয়। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কোনোও তথ্য এখনো পাওয়া যায় নি।
চলতি মাসের ১০ তারিখে তাকফিরিদের পরিচালিত অভিযানে রাজধানী বাগদাদ থেকে ১৪০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলের পতন ঘটে।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, মসুল ও আশেপাশের এলাকার পাঁচ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে।
এদিকে, ইরাকি বাহিনী সালাহউদ্দিন ও দিয়ালা প্রদেশের বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করেছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন