আমেরিকা তিনটি ক্ষেপণাস্ত্রবাহী রণতরী পাঠাল পারস্য উপসাগরে
আমেরিকা তিনটি ক্ষেপণাস্ত্রবাহী রণতরী পাঠাল পারস্য উপসাগরে
পারস্য উপসাগরে তিনটি রণতরী পাঠিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত ইরাকের তাকফিরি গোষ্ঠীর বিরুদ্ধে যাতে বিমান হামলার সিদ্ধান্ত নিতে পারেন যে জন্য এ যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ.বুশকে পারস্য উপসাগরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বিমানবাহী এ রণতরীতে কয়েক ডজন জঙ্গি বিমান রয়েছে। এ ছাড়া, এক লাখ ৩০ হাজার টন ওজনের এ যুদ্ধজাহাজের সঙ্গে গাইডেড মিসাইলবাহী ক্রুজার ইউএসএস ফিলিপিন সি এবং গাইডেড মিসাইলবাহী ক্রুজার ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটুনও রয়েছে। ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটুন অনেকগুলো টমাহক ক্ষেপণাস্ত্র বহন করছে বলে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে।
অবশ্য ইরাকে আবার সরাসরি সেনা পাঠানো হবে না বলে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ওবামা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা রক্ষায় সহায়তা দেয়ার লক্ষ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা টিমকে অন্যান্য বিষয় তুলে ধরার নির্দেশ দেয়া হয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন