তাকফিরি সন্ত্রাসীরা সিরিয়ার কাসাব থেকে পালিয়ে গেল
তাকফিরি সন্ত্রাসীরা সিরিয়ার কাসাব থেকে পালিয়ে গেল
তাকফিরি সন্ত্রাসী (ফাইল ফটো)
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত শহর কাসাব থেকে বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। শহরটির আশপাশের গ্রামগুলোতে সিরিয় সেনা মোতায়েনের পর হামলার আশঙ্কায় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়।
ইরানের আল আলম টেলিভিশন জানিয়েছে, কাসাব শহর থেকে সরে জাবাল আল-আখরাদের পার্বত্য এলাকার শক্তিশালী ঘাঁটিতে আশ্রয় নিয়েছে বেশির ভাগ তাকফিরি। শহরটিতে তাদের হাতে গোনা কয়েকজন সদস্য রেখে গেছে বলে জানিয়েছে তথাকথিত 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' নামের সংস্থা।
আর্মেনিয় জনগোষ্ঠী অধ্যুষিত কাসাব শহরটি সিরিয়ার লাকতাকিয়া প্রদেশের তুর্কি সীমান্তের কাছে অবস্থিত। এ শহরের তাকফিরিদের বেশির ভাগই আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-নুসরা ফ্রন্টের সদস্য। গত মার্চে তাকফিরিরা এ শহরটি দখল করেছিল।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন