করাচি বিমানবন্দর হামলার মূল পরিকল্পনাকারী নিহত
করাচি বিমানবন্দর হামলার মূল পরিকল্পনাকারী নিহত
পাকিস্তানের তালেবান সন্ত্রাসী (ফাইল ফটো)
পাকিস্তানের করাচি বিমানবন্দরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী নিহত হয়েছে বলে খবর পওয়া গেছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।
আজ (রোববার) সকালে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ব্যাপক বোমা হামলায় আবু আব্দুর রহমান আল মানি নিহত হয়। পাক সেনা ও বিমানবাহিনী যৌথভাবে জঙ্গিবিমান দিয়ে ওই এলাকায় বোমা হামলা চালায়।
আজকের হামলায় পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট বা ইটিআইএম’র বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ হামলাকে তালেবান সন্ত্রাসীদের জন্য মারাত্মক বিপর্যয় বলে মনে করা হচ্ছে। বিমান হামলায় ওয়াজিরিস্তানের দেগান ও দাত্তাখেল এলাকায় সন্ত্রাসীদের কয়েকটি গোপন আস্তানাও ধ্বংস হয়েছে।
সামরিক সূত্রগুলো নিশ্চিত করে বলেছে, এসব আস্তানায় স্থানীয় ও বিদেশি বহু সন্ত্রাসী ছিল যাদের সঙ্গে করাচি বিমানবন্দরে হামলার সম্পর্ক রয়েছে।
সূত্রঃ রেডিও তেহরান
নতুন কমেন্ট যুক্ত করুন